গত ৩০/১২/২০২৪ খ্রি. তারিখে নড়াইল জেলার সদরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সঞ্জয় ঘোষ এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে নড়াইল ফিলিং স্টেশন, মালিবাগ মোড়, সদর, নড়াইল এর পরিমাপ যাচাই করে সঠিক পাওয়ায় এবং সকল লাইসেন্স হালনাগাদ থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়া নড়াইল জেলার সদর উপজেলার রূপগঞ্জ বাজারে ০৭ টি মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয় তার মধ্যে নড়াইল মিষ্টান্ন ভাণ্ডার কে পণ্যমোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ১,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
জনাব মোঃ রাকিব ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি) বিএসটিআই, যশোর উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই, যশোর এর এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস