Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা প্রশাসন, যশোর এবং বিএসটিআই আঞ্চলিক অফিস, যশোর এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত
বিস্তারিত

গত ২৪/০৮/২০২৫ খ্রি:  তারিখে যশোর জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: রেজওয়ান সরদার এবং জনাব মো: নাইমুর রহমান এর নেতৃত্বে দুইটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। তার মধ্যে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। 

 

১। মেসার্স নিউ গনেশ ঘোষ ডেয়ারী, জেল রোড, সদর, যশোর  প্রতিষ্ঠানটি কে  'ওজন ও পরিমাপ মানদন্ড  আইন - ২০১৮' এর ২৪/৪১ ধারা অনুযায়ী ১০,০০০/- জরিমানা করা হয়।


২। মেসার্স জামতলার সাদেক মিস্টার ভান্ডার, জেল রোড, সদর, যশোর  প্রতিষ্ঠানটি কে  'ভোক্তা অধিকার সংরক্ষন  আইন - ২০১৮' এর ৫৩ ধারা অনুযায়ী ১০,০০০/- জরিমানা করা হয়। 


জনাব মোঃ সাব্বির আহমেদ, পরিদর্শক (মেট্রোলজি) বিএসটিআই, যশোর উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। জনাব মো: রাসাদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) উক্ত মোবাইল কোর্ট এ উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই, যশোর এর এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
24/08/2025
আর্কাইভ তারিখ
27/08/2025